পুরোনো হেসে উঠে নতুনরে দেখে
- Chowdhury fahad

নতুন কবিতা রচিত হয়
নতুন কারো হাতে
নতুনত্বের আবেশে ঘিরে রাখে সবাইকে
নতুনের মায়ায় নতুন সাজায়
নতুন নিয়ে মাতামাতি
পুরোনো কবিতা পুরোনো হয়ে
পড়ে থাকে ধুলোয়
নতুনের প্রতি বাড়াবাড়ি দেখে
সেও হাসে চুপটি করে
একদিন সেও এমন ছিলো সবার আদর মায়াতে
অমনি যখন পুরানো হল কেউ তো খোঁজেনা আর তাঁকে ধুলোর মায়ায় তার জীবন ধুলোর মাঝো বসবাস
ধুলোতেই জীবন-যাপন
ধুলোয় ধুলিষ্যাৎ ।
মানুষ নামের প্রানী আমরা
নতুন নিয়েই মেতে থাকি
কখনো বা ভুল করে পুরোনোকে মনে রাখি?
স্বার্থপর সবাই আমরা সবার আগে নিজেরটা দেখি
নিজের বেলায় ভুল করেও হয়না
ভুল পরের বেলায়ই যত ভুল?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 5টি মন্তব্য এসেছে।

২৪-১০-২০১৯ ১৪:৫৩ মিঃ

ধন্যবাদ ওয়াসিমুল বারী অন্তর

২৪-১০-২০১৯ ১৪:৫২ মিঃ

ধন্যবাদ মোঃ আব্দুল্লাহ আল মামুন। জ্বি দোয়া করবেন।

২২-১০-২০১৯ ২২:৩৪ মিঃ

ভালো, আরো কবিতা অনুশীলন করুন৷ সুন্দর হয়েছে

২২-১০-২০১৯ ১৯:২৬ মিঃ

অসাধারণ

১৮-১০-২০১৯ ২০:৩৩ মিঃ

কমেন্ট করে কেমন হল জানাবেন প্লি।